English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১১:৫২

ঈদে পরীমণির ‘সোনা বন্ধু’ (ভিডিও)

অনলাইন ডেস্ক
ঈদে পরীমণির ‘সোনা বন্ধু’ (ভিডিও)

ইতোমধ্যে ভিন্নধারার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। গত ঈদুল আজহায় তার অভিনীত ‘রক্ত’ ছবিটি মুক্তি পেয়েছিল।

এবারের ঈদুল আজহায় ‘সোনাবন্ধু’ নামের ছবিতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে ছবিটির একটি গান ইউটিউবে প্রকাশ হয়েছে।

গ্রামীণ জীবনের লোকগান-নির্ভর সিনেমাটিতে থাকছে ১০টির মতো গান। মাহবুবা শাহরিনের কাহিনীতে মমম্বর রুবেল লিখেছেন সিনেমার গল্প। শুভ টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।

জানা গেছে, ‘সোনা বন্ধু’ ছবিটিতে ভিন্নধারার চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ ছবিতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব ও পপি। দেখুন সম্প্রতি প্রকাশিত এই ছবির সেই গানটি-