English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১০:৩৪

অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের চোখে অস্ত্রোপচারের জন্য রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

শনিবার বিকালে তার ডান চোখে অপারেশন হবে। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ছোটবেলা থেকেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। দাগটি চোখের ভিশনে সমস্যা করত। কিন্তু সেভাবে কোনো চিকিৎসা করাননি তিনি।

১০ বছর আগে সমস্যা সমাধানে ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অপারেশনের জন্য দীর্ঘ পাঁচ ঘণ্টা বসে থাকার পর রাগ করে চলে আসেন। এমনটিই জানিয়েছেন তার পরিবার। এরপর দেশে এসে প্রাথমিক চিকিৎসা ছাড়া বড় ধরনের কোনো চিকিৎসা করাননি তিনি। বর্তমানে সমস্যা প্রকট হওয়াতে অবশেষে আবারও অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।