English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১৩:০৭

দুই প্রাক্তনের এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়!

অনলাইন ডেস্ক
দুই প্রাক্তনের এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়!

 

ছবিটা দেখে আপনার মনে হতেই পারে, এটা তো শুধুমাত্র একটা বিয়ের ছবি। তাও আবার বহু পুরনো। হঠাত্ এই ছবি নিয়ে কেন হই চই?  হ্যাঁ, কারণ আছে। অন্তত যাঁরা আলোচনা করছেন, তাঁদের কাছে তো রয়েইছে।

 

কখনও সেলেবদের পোশাক তো কখনও কোনও মন্তব্য। নেটিজেনরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় কোনও কিছুকেই ট্রোল করতে ছাড়েন না। আজকের বিষয় অভিনেত্রী অমৃতা সিংহের নাকের এই রিং।

তখন সুখের সময়। এখন তাঁরা প্রাক্তন। পারলে, মুখ দেখাদেখিই বন্ধ। গোদের উপর বিষ ফোঁড়া, মেয়ে সারা আলি খানের বলিউড অভিষেক নিয়ে কখনও বাবা সইফের মুখ ফস্কে কিছু বলে ফেলা, কখনও আবার মা অমৃতা সিংহের মেয়ের বয়ফ্রেন্ডদের নিয়ে আপত্তি! সোশ্যাল মিডিয়ায় দুই সেলেবকে নিয়ে আলোচনা-সমালোচনা চলেই।

 

কিন্তু টুইটারে অমৃতার বিয়ের দিন পরা নাকের এই রিং নিয়ে টুইটারেত্তিতে যা ঠাট্টা চলছে, তা দেখলে আপনি অনেকটাই স্ট্রেস কাটিয়ে উঠতে পারবেন।

কেউ লিখেছেন, অমৃতা সিংহের নাকের রিং আমার বন্ধু সার্কেলের চাইতেও বড়, কেউ আবার লিখেছেন, শনির বলয়ের আকারকেও হার মানায় এই রিং! সম্প্রতি ‘পহেরেদার পিয়া কি’ নামের একটি হিন্দি সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠেছিল।

 

অনলাইন পিটিশনের জেরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সিরিয়ালটি সম্প্রচারের সময় বদলের নির্দেশ দিয়েছে। সিরিয়ালটিতে ন’বছরের এক বালকের সঙ্গে উনিশ বছরের এক তরুণীর বিয়ে, ফুলশয্যা ও হানিমুনে যাওয়া দেখানো হয়েছিল। কেউ কেউ আবার অমৃতা সিংহ ও সইফ আলি খানের বিয়েকে সেই কাহিনির সঙ্গেও তুলনা করেছেন।

সুত্রঃ আনন্দবাজার