English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১৩:০১

সজীবের 'কত বছর পরে' মিউজিক ভিডিওতে সোহেল ও ববি

নিজস্ব প্রতিবেদক
সজীবের 'কত বছর পরে' মিউজিক ভিডিওতে সোহেল ও ববি

 

সম্ভাবনাময় কন্ঠশিল্পী ওসমান সজীবের ৪র্থ মিউজিক ভিডিও তে এবার মডেল হলেন মিডিয়া পাড়ায় নতুন মুখ সোহেল আরমান ও সুরাইয়া জান্নাত ববি। ঈদের জন্য নির্মিত এ ভিডিও নিয়ে দুজনেই বেশ উচ্ছ্বসিত।

 

মুন্সিগঞ্জের মাওয়া ও লৌহজং এ দৃশ্যধারণ হওয়া এ মিউজিক ভিডিওতে পরিপূর্ন রসায়ন নির্ভর একটি প্রেমিক যুগল হিসেবে তাদের দেখানো হয়েছে। গতানুওগতিক ধারার খুনসুটি গুলোই সুন্দর করে উপস্থাপন করা হয়েছে চমৎকার লোকেশানের সাথে মিশেলে। ফেইনেন্ট ক্রিয়েশনের প্রযোজনায় এর নির্দেশনা দিয়েছেন তালহা বিন পারভেজ সোহান।

 

চিত্রগ্রহণে ছিলেন ইশতিয়াক আহমেদ ও সম্পাদনায় তাজুল ইসলাম। শিল্প নির্দেশনায় মুস্তাফা রায়হান, সহকারী পরিচালনায় রিজু, মিশাল ও ফারাবি ও অংগসজ্জায় কামাল। উল্লেখ্য, রবিউল ইসলাম রবির কথায় এ গানটির সুর ও সংগীতে ছিলেন টি আর রোমান্স, আসছে ঈদে তাদের আয়োজনে একটি মিশ্র এলবামে এর এ গানটি একটি স্বনামধন্য অডিও প্রতিষ্ঠান থেকে মুক্তি পাবে।