English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১২:৫২

অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি

অনলাইন ডেস্ক
অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি

 

মা হতে চলেছেন এষা দেওল। বৃহস্পতিবার মুম্বইতে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে তাঁর বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই সিন্ধি পরিবারের রীতি মেনে স্বামী ভরত তখতানিকে ফের বিয়ে করলেন এষা। সিন্ধি পরিবারের রীতি অনুযায়ী বেবি শাওয়ারের দিন হবু মা ফের বিয়ে করেন তাঁর স্বামীকে। সেই রীতি মেনেই ভরতের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হল এষার।

 

এ দিন তখতানি পরিবার ইস্কনে এই বিয়ের আয়োজন করে। মা হেমামালিনী ও বোন অহনার সাহায্যে তিন পাক ঘোরেন নায়িকা। জয়া বচ্চন, ডিম্পল কাপাডিয়ার মতো বলি তারকারা উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে। 

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। সাংবাদিকদের এষা বলেন, ‘‘প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। ভরত খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে।

 

ও খুবই প্রোটেকটিভ। ভরত আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উত্সাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।’’

সুত্রঃ আনন্দবাজার