English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ০২:১৯

বিএফডিসি নয় এবার ইউটিউবেই স্বপ্ন পূরণের যাত্রা

তরিকুল ইসলাম সম্রাট
নিজস্ব প্রতিবেদক
বিএফডিসি নয় এবার ইউটিউবেই স্বপ্ন পূরণের যাত্রা

 

বিএফডিসি তে প্রায়ই তার আসা যাওয়া । সপ্নের তাগিদে এক ডিরেক্টর থেকে অন্য ডিরেক্টরে হাত ধরা যেন মিডিয়া তে কনো একটা কাজ পাওয়া ২০১৩ তে তার প্রথম এফডিসি তে পা দেওয়া আর সেখান থেকেই তার সব গল্পের চরিএ ধরনটাই পাল্টে যাই তার জীবনে সাফল্য বলে কিছুই নেই এ ভাবেই এপাস থেকে অপাস ধাক্কা খেতে খেতে ৬ মাস পর সে সিধান্ত নেন তিনি আর মিডিয়াতে কাজ করবেন নাহ।

 

দীর্ঘ একটা সময় কাটার পর সপ্ন টা যেন অন্য রুপে পাল্টি খেল, কলেজ লাইফে একটা ভালো বন্ধু হল তার, সে তখন মিডিয়াতে একজন ডিরেক্টর এর এডি হিসেবে কাজ করেন. সব দায়-দায়িত্ব নিয়েই কাজ করতে হত তার, তার সেই বন্ধুর সাথেই একদিন শুটিং স্পটে গিয়ে সবার সাথে পরিচয় হয় এর পর আস্তে আস্তে এইভাবেই কাজ শুরু হয় ২০১৭ তে তার ওই বন্ধুর সাথে কলেজ কেন্দ্র ভিত্তিক একটা সর্ট ফিল্ম তৈরি করেন, ফিল্মের নাম ছিলো “বন্ধু” পুরো শুটিংটায় ছিলো কলেজ ক্যাম্পাস, ক্লাস রুম আর চায়ের দোকান কে নিয়ে কেন্দ্র করে ।

গল্পের মুল চরিএ জঙ্গি দমন নিয়ে। ফুটেজ খারাপ হয়াতে সেটি পুরো পুরি বাতিল করতে হয়। এর পর থেকেই তাদের মনমান্নিল হয়াতে আস্তে আস্তে তারা দূরে সরে যেতে থাকেন তবে এর কিছু দিন পর এক সর্ট ফিল্ম তিনি নির্মান করেন সেটি ইউটিউবে বেপক ভিউ পেয়েছেন ।

এর পরিই আস্তে আস্তে কয়কটি আরও কাজ করেন নিজের টাকা দিয়ে যখন কয়কটি ভিডিও এই ভাবেই ভাইরাল হয় তখন তাকে সে সময়ে অব-হেলিত করেছেন যে সকল ডিরেক্টররা, তারাই এখন তাকে তাদের কাজে ব্যাবহার করতে চাচ্ছে ,তিনি তাদের ডাকের সারা দেন এবং তাদের সাথে যুক্ত হয়ে কিছু কাজ করে দেন। কন্টেন্ট এর মান খুব একটা ভালো না থাকতে সম্রাট সিধান্ত নিল সে নিজের টাকা দিয়ে নিজেই কনটেন্ট তৈরি করবেন।

তার সেশ কাজ ছিলো “ দ্যা ব্ল্যাক ম্যাজিক” এবার রোজার ঈদে এটি পাব্লিশ করার কথা ছিলো তবে কিছু ফুটেজ মিসিং থাকার কারনে সেটি আর করা হইনি তবে কুরবানির ঈদে পাব্লিশ করবেন “দ্যা ব্ল্যাক ম্যাজিক –পার্ট ২” এর কাজ প্রায় শেষ ঈদের দিন রাত ১১.৫৯ মিনিটে তাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল এ পোস্ট করা হবে এবং ঈদের ৭ম দিনে “দ্যা ব্ল্যাক ম্যাজিক পার্ট ২” পোস্ট করা হবে একি সময়ে।

সম্রাট টেক বিষয়ে বেশ পারদরশি মিডিয়া থেকে বিরতি নিয়ে এবার প্রফেশনাল ইয়উটিউবার হতে চান তিনি  প্রজক্তি নিয়েই তার ইউটিউব চ্যানেল “টেক সম্রাট” – {Tech Shomrat} এটি তার চ্যানেল এর নাম । আরও বিস্তারিত জানা যাবে এই ওয়েব সাইট  www.techshomrat.com