English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ০০:১৫

৯ দিনে কোটি টাকা রোজগার করেন এই সংগীতশিল্পী

অনলাইন ডেস্ক
৯ দিনে কোটি টাকা রোজগার করেন এই সংগীতশিল্পী

 

ইন্ডিপপের দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ফাল্গুনী পাঠক। তাঁর প্রথম ভিডিও অ্যালবামই সাড়া ফেলেছিল সংগীতের দুনিয়ায়। গান ছাড়াও ছেলেদের পোশাকে ফাল্গুনীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া। 

 

সারা দেশের যুবক-যুবতীরা তাঁর গানে তাল মিলিয়েছিল। মিষ্টি গলার সেই গায়িকা কালের নিয়মে মুছে গেছেন বলিউডের প্রথম সারি থেকে। কিন্তু এখনও তাঁর অনেক গান এখনো সমান জনপ্রিয়। নতুন অ্যালবাম রিলিজ না করলেও তিনি কিন্তু হারিয়ে যাননি। এখনও লাইভ শোতে তিনি এই প্রজন্মের গায়ক গায়িকাদের মতো সমান জনপ্রিয়।

 

বরাবরই তাঁর এই জনপ্রিয়তা চোখে পড়ে নবরাত্রির সময়ে। নবরাত্রির ৯ দিনে তিনি জমিয়ে শো করেন।

 

ডান্ডিয়া উৎসবে তাঁর চাহিদা থাকে তুঙ্গে। এখনও তাঁর ভক্তের সংখ্যা অগুণতি। আর এই ৯ দিনেই কোটি টাকা রোজগার করেন ফাল্গুনী পাঠক।   

জানা গেছে, বছরের ওই ৯ দিনে ফাল্গুনীর রোজগার ২ কোটি ৮ লাখ টাকা। কর বাদ দিয়ে তিনি হাতে পান ১ কোটি ৭৫ লাখ টাকা। হিসেব মতো এই ৯ দিনে তাঁর প্রতিদিনের রোজগার প্রায় ১৯ লাখ টাকা। তাই সারা বছর আর কোনো শো না করলেও দিব্যি চলে যায় এই ডান্ডিয়া ক্যুইনের।  

 

এ বছর ২১ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে চলেছে নবরাত্রি। তারই প্রস্তুতিতে আপাতত ব্যস্ত ফাল্গুনী।