English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৭ ১৭:১৭

বাংলায় গাইলেন আতিফ, ঠোঁট মেলালেন দেব(দেখুন)

অনলাইন ডেস্ক
বাংলায় গাইলেন আতিফ, ঠোঁট মেলালেন দেব(দেখুন)

পাকিস্তানের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা আতিফ আসলাম। তবে বলিউডের সিনেমায় গান গেয়ে তিনি বেশ সুপরিচিতি পেয়েছেন গোটা উপমহাদেশে। অসংখ্য জনপ্রিয় হিন্দি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম এই শিল্পী গাইলেন বাংলায়! তবে বাংলাদেশি কোনো সিনেমায় নয়, বরং ভারতীয় বাংলার আলোচিত ছবি ‘ককপিট’-এ গেয়েছেন এই তারকা শিল্পী। 

গানের শিরোনাম ‘মিঠে আলো’। রোমান্টিকধর্মী এই গানটি মুক্তি পেয়েছে সম্প্রতি ২৩ আগস্ট। যা দেখতে ইউটিউবে বাড়ছে ভিউয়ার্স। আতিফ ছাড়াও ছবিতে গান গাইছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং ও নিকিতা গান্ধি মতো গায়িক-গায়িকারা। গানের কথা লিখছেন কমলেশ্বরবাবু, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও প্রসেন। 

উর্দু ও হিন্দি ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা পেলেও প্রথমবার বাংলা ছবির গানে কণ্ঠ দেয়ায়বেশ বেগ পেতে হয়েছে আতিফ আসলামকে। সদ্য দেয়া একটি সাক্ষাৎকারে আতিফ জানান, কোনও বিদেশি ভাষায় গান গাওয়া আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। উচ্চারণের দিকে বেশি করে গুরুত্ব দিতে হয়েছে। কিন্তু, এই চ্যালেঞ্জটি আমার বেশ ভালো লেগেছে।

কলকাতার প্রখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘ককপিট’। ককপিট একটি থ্রিলার ড্রামা ছবি। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত ছবিতে দেবকে দেখা যাবে একজন পাইলটের চরিত্রে। আর রুক্মিণী এয়ারহোস্টেস়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক ও জিয়াউল এম আর রোশন।