English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১৯:২২

নায়ক রাজ রাজ্জাকের শুরু থেকে শেষ

অনলাইন ডেস্ক
নায়ক রাজ রাজ্জাকের শুরু থেকে শেষ

শিরোনাম ◈ নায়ক রাজ রাজ্জাকের শুরু থেকে শেষ ◈ নওগাঁয় বিএনপির ত্রাণ বিতরণ ◈ নওগাঁয় সাংসদের ত্রাণ বিতরণ ◈ নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে বিডি২৪লাইভ’র শোক প্রকাশ ◈ নায়ক রাজ রাজ্জাক আর নেই ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭ | শেষ আপডেট ২ মিনিট আগে Mobile Versionভিডিওছবিআর্কাইভEnglishবাংলা দেখা না গেলে

খোঁজ করুন...   প্রচ্ছদ জাতীয় রাজনীতি আইন ও আদালত সারাবিশ্ব স্পোর্টস বিনোদন প্রবাসে বাংলা এক্সক্লুসিভ ধর্ম ও জীবন স্বাস্থ্য ও চিকিৎসা জবস অন্যান্য... প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত  প্রিন্ট   নায়ক রাজ রাজ্জাকের শুরু থেকে শেষ২১ আগস্ট, ২০১৭ ১৯:১২:৪৯ মৃত্যু: বাংলাদেশের খ্যাতিমান এ নায়ক ২০১৭ সালের ২১ আগস্ট সোমবার সন্ধ্যা ৬:১৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপতালে মারা যান।

জন্ম: তিনি ২৩ জানুয়ারি ১৯৪২ সালে টালিগঞ্জ, কলকাতা, ব্রিটিশ ভারতে (এখন ভারত) জন্মগ্রহন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৫ বছর।

প্রাথমিক জীবন কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা।

অভিনয় জীবন তার নাম আব্দুর রাজ্জাক তিনি নায়ক রাজ রাজ্জাক নামে সুপরিচিত, ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত।

তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু ওস্তাগড় লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশন-সহ আরও বেশ ক'টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে বেহুলা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।

পুরস্কার ও সম্মাননা ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।

বাসস্থান: ঢাকা, বাংলাদেশ।

জাতীয়তা: বাংলাদেশী।

নাগরিকত্ব: বাংলাদেশ।

পেশা: অভিনেতা, প্রযোজক, পরিচালক।

কার্যকাল: ১৯৬৪–২০১৭।

মৃত্যুকালে তিনি ৪ সন্তান রেখে গেছেন। তারা হলেন-

বাপ্পারাজ (রেজাউল করিম)। নাসরিন পাশা শম্পা। রওশন হোসাইন বাপ্পি। আফরিন আলম ময়না। সম্রাট (খালিদ হোসাইন)।

রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের তালিকা