English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১৮:০৬

সলমানের সঙ্গে ডেটে যেতে চান জ্যাকলিন

অনলাইন ডেস্ক
সলমানের সঙ্গে ডেটে যেতে চান জ্যাকলিন

সলমান খানের প্রেম-ভালোবাসার গল্প অনেক আছে। ঐশ্বরিয়া রায় ও ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিল বলে শোনা যায়। রোমানিয়ান গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুরের কথাও সবার জানা। কিন্তু, এমন একজন বলিউড তারকা আছেন যিনি সলমানকে ভালোবাসেন না অথচ ডেটে যেতে চান। তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেছেন, তাঁর এখন প্রেম করার সময় নেই। কাজে ব্যস্ত। তবে মাঝে মাঝে একা ফিল করেন। তবে সলমানের সঙ্গে ডেটে যেতে চান। তাহলে হয়তো অনেকটা ভালো লাগবে। 

সলমান কি জানতে পেরেছেন জ্যাকলিনের ইচ্ছের কথা?  ২০০৯ সালে বলিউডে ডেবিউ করেন জ্যাকলিন। তারপর কেটে গেছে ৮ বছর। একাধিক ভালো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, এখনও মুম্বইয়ে বাড়ি কেনেননি তিনি। কেন? প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কায় তাঁর রেস্টুরেন্ট আছে। সেই পেশাটির সঙ্গেও তিনি যুক্ত। যাওয়া আসা করতে হয়। সেকারণে এখনও কেনেননি। তবে জ্যাকলিনের ইচ্ছের কথা কি জানতে পেরেছেন সলমান? জানতে পারলে কি করবেন? তা অবশ্য জানা যায়নি।