English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১৫:৪১

এবার অনস্ক্রিন মিথিলার 'ডিভোর্স'

অনলাইন ডেস্ক
এবার অনস্ক্রিন মিথিলার 'ডিভোর্স'

তাহসানের সঙ্গে ১১ বছর দাম্পত্য জীবন ভেঙে গেছে মিথিলার। তাহসান-মিথিলা এখন দু’জনেই দুই মেরুর বাসিন্দা। ব্যক্তিগত তাদের জীবনে ছন্দপতন হলেও শোবিজে দু’জনেই নিয়মিত কাজ করছেন। তাহসান ব্যস্ত তার নতুন গানের অ্যালবাম নিয়ে। অন্যদিকে মিথিলা চাকরির পাশাপাশি অভিনয় করছেন।

সম্প্রতি ঈদের নতুন একটি নাটকে অভিনয় করেছেন মিথিলা। দাম্পত্য জীবনে কহলের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই নাটকটি। যার নাম ‘ডিভোর্স’। নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। সম্প্রতি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।

সম্প্রতি তাহসান মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের মাধ্যমে সমাপ্তি ঘটেছে।

দুজনই ব্যস্ত রয়েছেন নিজেদের ক্যারিয়ার নিয়ে। নির্মাতা সিহাব শাহীন বলেন, সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে। এটা কারও জীবনের কোনো ঘটনার সাথে মিলিয়ে ফেলাটা বোকামি হবে। আমাদের সবার মধ্যেই সমস্যা থাকে। সমস্যাগুলো নিজেরা বুঝে নিয়ে বোঝাপড়া করলেই ঠিক হয়ে যায়। আর যদি তা না করা যায় তাহলে দূরত্ব বাড়তেই থাকে। এটাই মূলত ‘ডিভোর্স’ নামের মূল উপজীব্য।

‘ডিভোর্স’ নাটকে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নির্মাতা সূত্রে জানা গেছে, কোরবানির ঈদে এই নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।