English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১২:২৯

কার সঙ্গে লিভ টুগেদার করছেন ইলিয়ানা?

অনলাইন ডেস্ক
কার সঙ্গে লিভ টুগেদার করছেন ইলিয়ানা?

সাম্প্রতিক সময়ে ‘বাদশাহো’ ছবি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ইলিয়ানা। এ ছবি নিয়েই একটি ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন এ নায়িকা। আর এখানে একটি বিস্ময়কর মন্তব্যের মাধ্যমে বোমা ফাটিয়েছেন তিনি।

নিজের ব্যক্তিগত সম্পর্ক ও প্রেমিক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, বিয়ে ও লিভ টুগেদারের তিনি কোনো পার্থক্য দেখেন না। তার এমন বক্তব্যে হইচই পড়ে গেছে বলিপাড়ায়। এই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কখনোই মিডিয়া এবং আমার ব্যক্তিগত জীবনকে এক করি না। তবে এ বিষয়ে বলতেই আমার কোন দ্বিধা নেই। আমার প্রেমিক সম্পর্কে মোটামুটি সবাই জানেন। তার নাম এন্ড্রু নিবোন। সে অস্ট্রেলিয়ার নাগরিক। আমরা খুব ভালো আছি একসঙ্গে।

তাহলে বিয়ে করছেন না কেন? এমন প্রশ্নের উত্তরে ইলিয়ানা বলেন, বলতে দ্বিধা নেই এন্ড্রুর সঙ্গে আমি থেকেছিও। যেটাকে বলা হয় লিভ টুগেদার। আসলে আমি মনে করি বিয়ে ও লিভ টুগেদারের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরও বিয়ে যেহেতু একটি রীতি। সেটাতো করতেই হবে। তবে এখনই নয়, সময় হলে।