English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৭ ০৩:৩৩

রেস-৩ চলচ্চিত্রে সালমান-জ্যাকলিন!

রেস-৩ চলচ্চিত্রে সালমান-জ্যাকলিন!

 

‘কিক’ ছবির ‘দেবি লাল সিং’ আর ‘শায়নাকে’ মনে আছে? সালমান খান বা জ্যাকলিন ফার্নান্দেজ ভক্তদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। বি-টাউনে জোর গুঞ্জন চলছিল, রেমো ডি সুজার পরিচালনায় নাচভিত্তিক একটি চলচ্চিত্রে দেখা যাবে ‘কিক’ ছবির এই জুটিকে। এতে খুশিই হয়েছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের খুশি দ্বিগুণ করে দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবর। তারা জানিয়েছে, নাচভিত্তিক চলচ্চিত্রটিতে অভিনয়ের আগে এ জুটিকে আরো একবার দেখা যাবে ‘রেস-৩’ চলচ্চিত্রে। আর ‘রেস-৩’ চলচ্চিত্রটিও পরিচালনা করবেন রেমো ডি সুজা।

 

তবে নাচভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে জ্যাকলিন যতটা নিশ্চিত, ‘রেস-৩’ চলচ্চিত্রে নিজের অভিনয় করা নিয়ে ততটা নিশ্চিত নন তিনি। বলিউড-সংশ্লিষ্টরা অবশ্য দাবি করছেন, দুটি ছবিতেই সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিনকে। এ ব্যাপারে জ্যাকলিন জানান, তিনি সালমানের সঙ্গে একটি ছবি করছেন। তবে কোন ছবিটা করছেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। 

Image result for রেস-৩ চলচ্চিত্রে সালমান-জ্যাকলিন!

এর আগে ‘রেস-২’ চলচ্চিত্রে জন আব্রাহামের বিপরীতে দেখা গিয়েছিল ‘অ্যা জেন্টেলম্যান’ খ্যাত এই অভিনেত্রীকে। তাই কাহিনীর প্রয়োজনে তাঁকে তৃতীয় পর্বেও রাখা হতে পারে। তবে এসব নিয়ে এখনই বিচলিত নন জ্যাকলিন। তিনি জানিয়েছেন, যতক্ষণ না সালমানের সঙ্গে কাজ শুরু করছেন, ততক্ষণ এসব নিয়ে মাথা ঘামাতে চান না। 

 

বর্তমানে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রে শুটিংয়ের জন্য সালমান রয়েছেন মরক্কোয়। ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের শুটিং শেষ করে ‘রেস-৩’ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন সালমান। ‘রেস-৩’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে অক্ষয় খান্না ‘রেস-১’ চলচ্চিত্রে এবং জন আব্রাহাম ‘রেস-২’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটির মূল চরিত্রে গতবারের মত এবারও অভিনয় করবেন সাইফ আলি খান।