English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৭ ০৩:২৪

‘সাহো’র শুটিংয়ে প্রভাস

‘সাহো’র শুটিংয়ে প্রভাস

 

চার বছর চার মাস! না অন্য চলচ্চিত্র, না কোনো বিজ্ঞাপন। কোনো কিছুতেই দেখা যায়নি দক্ষিণের তারকা প্রভাসকে। চার বছরে দুই খণ্ডে মহেন্দ্র বাহুবলি থেকে অমরেন্দ্র বাহুবলি হয়েছিলেন। তারপর চার মাসের বিরতি। অবশেষে বাহুবলির তকমা ঝেড়ে ফেলেছেন তিনি। বলিউড লাইফ ডট কমের খবরে জানা যায়, ‘সাহো’ চলচ্চিত্রের কাজ শুরু করেছেন প্রভাস। আর প্রথম দিন শুটিংয়ে এসেই ভক্তদের জানিয়ে দিয়েছেন সে সুখবর। 

 

সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে প্রভাস লেখেন, “এখন শুটিংয়ের সময়। প্রায় সাড়ে চার বছরের বাহুবলি-যাত্রার অবসান ঘটিয়ে ‘সাহো’ ছবির দুনিয়ায় প্রবেশ।” এর আগে প্রভাস কথা দিয়েছিলেন যে আগস্টের মাঝামাঝি তিনি নতুন ছবির কাজে হাত দেবেন। প্রতিশ্রুতিমতো কাজ শুরুও করে দিয়ছেন তিনি। 

 

‘সাহো’ আধুনিক ও মারকুটে ঘরানার একটি চলচ্চিত্র। ছবিটির বাজেট ধরা হয়েছে প্রায় দেড়শ কোটি রুপি। ছবিটির চিত্রায়ন হবে আবুধাবি, ইউরোপ, হায়দরাবাদ ও মুম্বাইয়ে।

 

আর সেই সঙ্গে ছবিটিতে নতুন রূপে দেখা যাবে প্রভাসকে। যার এক ঝলক দেখা গিয়েছিল ‘সাহো’ ছবিটির টিজারে। একটি মারকুটে ছবির জন্য এরই মধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন তিনি। এর আগে প্রভাসকে কখনো স্টান্ট করতে দেখা যায়নি। তবে এই ছবিতে স্টান্ট করতে দেখা যাবে তাঁকে। 

 

সব কিছু ঠিকঠাক থাকলেও ছবিটিতে প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন এ নিয়ে চলছিল গুঞ্জন। অনেকেই ধারণা করেছিলেন, বাহুবলিতে প্রভাসের বিপরীতে অভিনয় করা আনুশকা শেঠিই থাকছেন সাহোতে। তবে সে আশায় জল ঢেলে বাহুবলি ছবিতে প্রভাসের বিপরীতে জুটি বাঁধতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। গতকাল একটি টুইটে এই বিষয়টি জানিয়েছেন শ্রদ্ধা কাপুর নিজেই। ছবিটির জন্য প্রায় চার কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন শ্রদ্ধা। 

 

অন্যদিকে বাহুবলির পর এক লাফে পারিশ্রমিক অনেকটা বাড়িয়ে  নিয়েছেন প্রভাস। ছবিটির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৩০ কোটি রুপি। বাহুবলির মতো ‘সাহো’ চলচ্চিত্রটিও তামিল তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।