English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৭ ১৭:২৮

তড়িঘড়ি বিয়ে অন্তঃসত্ত্বা রিয়ার!

তড়িঘড়ি বিয়ে অন্তঃসত্ত্বা রিয়ার!

 

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রিয়া সেন। তার মা মুন মুন সেনও একজন জনপ্রিয় অভিনেত্রী। তবে ১৬ আগস্ট অনেকটা গোপনেই বিয়ের কাজটি সেরেছেন রিয়া। এ অভিনেত্রী বিয়ে করেছেন প্রমিক শিবম তিওয়ারিকে।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুনেতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকজনের উপস্থিতিতে রিয়া সেন-শিবম তিওয়ারির বিয়ে হয়েছে। বিয়ের আগে নাকি অন্তঃসত্ত্বা ছিলেন রিয়া। এ কারণেই তাড়াহুড়ো করে বিয়ের কাজটি সেরেছেন রিয়া। 

 

বিষকন্যা সিনেমায় ১৯৯১ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন রিয়া সেন। এরপর নৌকাডুবি, জাতিস্মরসহ অনেক ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

 

টলিউডের পাশাপাশি বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে স্টাইল সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে তার অভিষেক হয়। এতে আরো অভিনয় করেছিলেন শারমান জোশি ও সাহিল খান। এরপর কায়ামাত, ঝংকার বিটস সহ বেশিকিছু সিনেমায় দেখা গেছে তাকে। রিয়া সেন এখন ডিজিটাল শর্ট ফিল্ম ও  ওয়েব সিরিজেও অভিনয় করছেন।