English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৭ ১০:৪১

বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা করবেন তিশা

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা করবেন তিশা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও শোক পালন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আগামী রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। আর এই আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পাঠানো অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আরও বলা হয়েছে তিশা ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেবেন কথা সাহিত্যিক আনিসুল হক ও সাংবাদিক নাঈমুল ইসলাম।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।