English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ১৫:৩৭

সোশাল মিডিয়ায় ফের ট্রোলড প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
সোশাল মিডিয়ায় ফের ট্রোলড প্রিয়াঙ্কা

সোশাল মিডিয়ায় ফের ট্রোলড প্রিয়াঙ্কা চোপড়া। এবার তিনরঙের ওড়না গায়ে দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হলো তাঁকে। প্রশ্ন তোলা হলো তাঁর পরনের পোশাক ও দেশপ্রেম নিয়ে।

এবারের স্বাধীনতা দিবসে ওড়না গায়ে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা। আর সেই ছবি ঘিরে দানা বাঁধে বিতর্ক। ছবিকে লক্ষ্য করে ভেসে আসে কটূক্তি। কেউ কেউ বলেন, জাতীয় পতাকাকে অসম্মান করেছেন প্রিয়াঙ্কা। আবার অনেকে বলেন, প্রিয়াঙ্কার ক্ষমা চাওয়া উচিত। এই ছবির মাধ্যমে জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে। আর একজন বলেন, এটা তোমার ওড়না নয়। সম্মান দেখাও।

যদিও প্রিয়াঙ্কা গায়ে যেটি দিয়েছিলেন সেটি পতাকা নয়। সেখানে অশোকচক্র ছিল না। তবে এই প্রথমবার নয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সময় পরনের পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা।