English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৭ ০৪:০৮

সাইফ শুভর “হৃদয়ের ভাষা”

নিজস্ব প্রতিবেদক
সাইফ শুভর  “হৃদয়ের ভাষা”

 

এ যুগের তরুণ গায়ক সাইফ শুভ । অত্যন্ত মায়াবী আর দরাজ কন্ঠের অধিকারী । তার সমস্ত স্বপ্ন আর কল্পনা জুড়ে শুধুই গান । গানের ভাষায় তার সম্পর্কে বলতে বলা হলে সে বলেন, "এই গানই আমার জীবন মরন গানই যেন প্রাণ" । এই প্রথম বাজারে এসেছে তার নতুন একটি একক এলবাম । এলবাম সম্পর্কে জানতে  চাইলে সে জানান ঃ

 

প্রথম সন্তানের প্রতি ভালবাসাটা সব সময়-ই বেশী থাকে, পহেলা বৈশাখে লেজার ভিশনের ব্যানার থেকে বাজারে এসেছে আমার প্রথম একক অ্যালবাম “হৃদয়ের ভাষা” জানিনা কতটুকু করতে পেরেছি, বাংলা গানকে ভালোবেসে ও নিজের সবটুকু ঢেলে দিয়ে, সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস,আসলে প্রতিটা ভালো সৃষ্টির পেছনেই কারোনাকারো অনুপ্রেরণা থাকে আমার পরিবার আমাকে প্রতিনিয়ত সেই অনুপ্রেরণা দেয়ার কাজটি করে যাচ্ছে।

“হৃদয়ের ভাষা” এলবামটিতে মোট গান থাকছে মোট ৭টি সবকটি গানের সংগীত আয়োজন করেছেন দেশ বরেণ্য সংগীত পরিচালক রাজন সাহা এবং অসম্ভব সুন্দর গানের কথা লিখেছেন প্রবাসী গীতিকবি বজলুর রহমান বাবু। 

আশা করছি সবগুলো গান-ই সবার ভাল লাগবে, আমি কৃতজ্ঞ সবার প্রতি যারা  আমার এতদূর আসার পেছোনে প্রত্যক্ষ ও পরক্ষভাবে জরিত ছিলেন, শুদ্ধ ও সুস্থ ধারার বাংলা গান নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর “বাংলা গানের জয় হোক” ।  

-সাইফ শুভ 


 

ছোট্টবেলা থেকেই গান পাগল আমি সময়ের প্রয়োজনে আজ প্রবাসী, তবে গানতো থাকে হৃদয়ে “হৃদয়ের ভাষা” এলবামের কথামালা গুলো আসলে মনের অজান্তেই একটু একটু করে সৃতির ডায়েরিতে লিখা, মনের না বলা কথা দিয়ে সাজানো গানগুলো স্রোতাদের হৃদয় স্পর্শ করবে আশাকরি। “ভালোবাসা হোক বাংলা গানে”

-বজলুর রহমান বাবু

 


 

আমি সাধারণত অন্য কারো সুরে সংগীত আয়োজন করিনা "হৃদয়ের ভাষা" এলবামের সুর গুলো সত্যি ভালো লাগার মত, তাই সংগীত আয়োজন করার লোভ সামলাতে পারলামনা বাবুর কথা ও শুভর দরাজ কন্ঠ আমাকে মুগ্ধ করেছে, আশাকরি শ্রোতারা এলবামটিতে নতুনত্ব খুজে পাবেন। শুভ ও বাবু'র জন্য অনেক অনেক আশির্বাদ ও ভালবাসা।

-রাজন সাহা