English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ১৭:৩৩

সুনিধি চৌহান তার প্রথম সন্তানের অপেক্ষায়

অনলাইন ডেস্ক
সুনিধি চৌহান তার প্রথম সন্তানের অপেক্ষায়

 

গুনী গায়ীকা সুনিধি চৌহান, যিনি আজ তার ৩৪ তম জন্মদিন পালন করছেন, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, তার প্রথম সন্তানের আশা করছেন তিনি ।

 

রিপোর্টগুলি আরও সুনিশ্চিত করে দেয় যে সুনিধি পাঁচ মাসের গর্ভবতী । দুই বছর  ডেটিং করার পরে ২০১২ সালের এপ্রিল মাসে তিনি  হিতেশ সোনিকে বিয়ে করেন। এই দম্পতিকে মাঝে মাঝে পুরস্কার ফাংশন এ দেখা গিয়েছে।

 

সুনিধির বাবা সুনিধির গর্ভাবস্থার খবর নিশ্চিত করেছেন বলে জানা যায় ।

 

তিনি আরও বলেন, নানা-নানী হওয়ার খুশিটা এতটাই বেশি, আমরা  ধারণ করতে পারছিনা না। তিনি জানিয়েছেন, সুনিধি তার পূর্বের দেওয়া কথা গুলো পূরণ করবে ।

 

একটি পরিবার হিসাবে, তারা সিদ্ধান্ত নিয়েছেন সুনিধিকে বাইরে শো করতে দিবেননা তারা ।