English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ১৬:২১

ঢাকা-কলকাতার পর এবার প্যারিস মাতাচ্ছে ‘নবাব’

অনলাইন ডেস্ক
ঢাকা-কলকাতার পর এবার প্যারিস মাতাচ্ছে ‘নবাব’

গেল ঈদের আলোচিত ছবি ‘নবাব’। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত ছবিটি বাংলাদেশে সুপারহিট হওয়ার পর কলকাতার প্রেক্ষাগৃহেও প্রথম সপ্তাহেই দারুণ ব্যবসাসফল হয়। আর এবার ছবিটি কাঁপাচ্ছে বিশ্বের শিল্প নগরী খ্যাত শহর প্যারিস!

ঈদুল ফিতরে নানা বিতর্কের পর দেশের সিনেমা হলে মুক্তি পায় শাকিব-শুভশ্রী অভিনীত যৌথ প্রজযোনার ছবি ‘নবাব’। এরপর গত ২৮ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি।  সেখানেও ছবিটি বেশ ভালো অবস্থানে রয়েছে। আর এবার ‘নবাব’ মুক্তি পেলো ইউরোপের দেশ ফ্রান্সে।

গেলো শুক্রবার (১১ আগস্ট) প্যারিসের গোমন্ত সিনেমা হল, স্টাড দ্যু ফ্রান্সসহ মোট তিনটি সিনেপ্লেক্সে মুক্তি পায় ‘নবাব’। ছবিটি সেখানে মুক্তির পর থেকেই বাঙালি দর্শকের সমাগমে নাকি প্রতিদিনই হাউজফুল শো হচ্ছে। বিশেষ করে ১৩ আগস্ট রোববার ছুটির দিন হওয়ায় এদিন প্যারিসে অবস্থানরত বহু বাঙালি দর্শকের ভিড়ে জমজমাট শো হয় ‘নবাব’-এর।

প্রথম সপ্তাহে প্যারিসে প্রতিদিন দুটো করে শো হচ্ছে। ছবিটি প্যারিসে প্রদর্শন হচ্ছে ‘লে পয়েন্ট মাল্টিমিডিয়া’র ব্যানারে, এবং ‘আন্না ফিল্মস’-এরএর পরিবেশনায়। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ‘রেডিও প্যারিস এফএম ৭৫.১৮।

শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, খরাজ মুখার্জি প্রমুখ। প্যারিসের পরে ‘নবাব’ মুক্তি পাওয়ার কথা কানাডা ও মালয়েশিয়ার বেশ কিছু সিনেপ্লেক্সে।