English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ১৪:২৩

সুযোগ পেলে সানি লিওনের সঙ্গে নাচবেন হিরো আলম!

অনলাইন ডেস্ক
সুযোগ পেলে সানি লিওনের সঙ্গে নাচবেন হিরো আলম!

মার ছক্কা' সিনেমা দিয়ে চলতি মাসেই বড় পর্দায় অভিষেক হয়ে গেছে হিরো আলমের। জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নাচতে চান তিনি।

সম্প্রতি একটি রেডিও চ্যানেলের লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে রেডিও জকি হিরো আলমকে নেচে দেখাতে বলেন। উত্তরে হিরো আলম বলেন, তিনি নাচতে আগ্রহী নন। তবে সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নেচে দেখাবেন তিনি।   রেডিও জকি মজা করে হিরো আলমকে বলেন, 'আপনি জানেন জেমস ক্যামেরুন আপনাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী?' উত্তরে হিরো আলম বলেন, 'শুধু জেমস ক্যামেরুন কেন, যেই ক্যামেরুনই বলবে তার সিনেমা করবো। '

বিদেশে ছবি করতে আগ্রহী কী না জানতে চাইলে হিরো আলম 'হ্যাঁ' সূচক উত্তর দেন। দেশের বাইরে কোন দেশে আগে সিনেমা করতে চান এমন প্রশ্নে হিরো আলম বলেন, 'ভারতে। সেখানে আমার অনেক ভক্ত আছে। '