English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৭ ১৭:১৬

হিন্দু মেয়েকে বিয়ে করায় মেরে ফেলার হুমকি আয়েশা টাকিয়ার স্বামীকে

অনলাইন ডেস্ক
হিন্দু মেয়েকে বিয়ে করায় মেরে ফেলার হুমকি আয়েশা টাকিয়ার স্বামীকে

হিন্দু মেয়েকে বিয়ে করেছেন তিনি। সে কারণে হুমকি ফোন পেলেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী তথা ভারতের সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি। কারণ একটাই হিন্দু মেয়েকে বিয়ে করেছেন তিনি। বেশ কয়েক বার হুমকি দেওয়া ফোন পাওয়ার পর গত বুধবার মুম্বাইয়ের কোলাবা থানায় অভিযোগ

  দায়ের করেছেন ফারহান আজমি। গোটা ঘটনার তদন্তের আর্জি জানিয়েছেন আবু আজমির ছেলে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যিনি হুমকি ফোন করেছিলেন তিনি নিজেকে হিন্দু সেনার প্রতিনিধি বলে দাবি করেন। ফারহানকে বলা হয়, যেহেতু তিনি মুসলিম হয়ে এক হিন্দু মহিলাকে বিয়ে করেছেন, তাই তার পরিবারকে টার্গেট করা হয়েছে। তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি ফারহানের। গোটা ঘটনার তদন্তের আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ফারহান। তার কথায়, ‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তদন্ত হওয়া উচিত। আমরা তো হুমকি নিয়ে বেঁচে আছি।’ ফোনের রেকর্ডিংও তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।