English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৭ ১৩:৪৭

শুটিং করতে গিয়ে পাঁজরে চোট অমিতাভের

অনলাইন ডেস্ক
শুটিং করতে গিয়ে পাঁজরে চোট অমিতাভের

শুটিং করতে গিয়ে চোট পেলেন অমিতাভ বচ্চন। ‘ঠাগস অফ হিন্দোস্তান’ ছবির শুটিং করতে গিয়ে বুকের বাঁ দিকের পাঁজরে চিড় ধরেছে অমিতাভ বচ্চনের।

পিঠেও চোট পেয়েছেন তিনি।   তবে তার কাজ থামেনি। অসহ্য যন্ত্রণার মধ্যেও বিশ্রাম করার অবসর নিতে চাইছেন না তিনি। বিরতি নেওয়ার প্রস্তাব উড়িয়ে দিব্যি শুটিং চালিয়ে যাচ্ছেন বিগ বি। এমনকী অসুস্থতার কারণে কাজের গতিও কমেনি ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর সেটে।

রীতিমতো তারকাখচিত এই ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ। অমিতাভ বচ্চনের ব্যস্ত রুটিনে ‘ঠাগস অফ হিন্দোস্তান’–এর পাশাপাশি রয়েছে ‘১০২ নট আউট’ ছবির শুটিং ও টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং। অসুস্থতার কারণে এর একটিও বাদ দেননি অমিতাভ।