English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১৪:২৩

দীর্ঘ বিরতির পর ফিরছেন কোয়েল

অনলাইন ডেস্ক
দীর্ঘ বিরতির পর ফিরছেন কোয়েল

সর্বশেষ ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবিতে জিতের বিপরীতে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এরপর গত দুই বছর কোনো ছবিতে কাজ করেননি কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।

অবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছায়া ও ছবি’র হাত ধরেই ফিরতে চলেছেন তিনি। নতুন ছবিটি নিয়ে বেশ আশাবাদী কোয়েল। বেশ কিছুদিন ধরে ফেসবুকেও সরব তিনি। বিরতির পর ফেরা ছবিটি প্রসঙ্গে নায়িকা লিখেছেন, একটা ভালো গল্প, নতুন ধরনের স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। নিজেকে আরও নতুন করে কীভাবে প্রেজেন্ট করা যায়, সে ভাবনাটা ছিল।  

‘ছায়া ও ছবি’ সিনেমায় আরও অভিনয় করেছেন আবির, চূর্ণী গঙ্গোপাধ্যায, বরুন চন্দ, প্রিয়াঙ্কা সরকার, ঋত্বিক প্রমুখ।

ছবিটির শুটিং আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বেশ কয়েকটি গানও। এমনকি ছবিটির ট্রেলারও প্রকাশ করা হয়েছে।