English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১০:৩০

সালমান দেবেন ৩২ কোটি, শাহরুখ কি পারবেন?

অনলাইন ডেস্ক
সালমান দেবেন ৩২ কোটি, শাহরুখ কি পারবেন?

অনেক দিন ব্যর্থতার স্বাদ পাননি সালমান খান। ঈদে তো নয়ই। গেল আট বছর ধরে ঈদে মুক্তি পাওয়া তাঁর সব ছবিই ব্লকবাস্টার হিট। মুদ্রার উল্টোপিঠ দেখলেন এবার। গেল ঈদে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’ ডাহা ফ্লপ। ফল, প্রযোজক-পরিবেশকদের মাথায় হাত। যাঁরা লাখ লাখ রুপি লগ্নি করে ছবি নিয়েছিলেন তাঁরা লাভের মুখ তো দূরে থাক পুঁজিও তুলতে পারেননি। এমন দুরবস্থায় ব্যর্থতা মেনে নিয়ে সালমান ঘোষণা দিয়েছেন তিনি পরিবেশকদের ক্ষতিপূরণ দেবেন। কিন্তু কতটা? এ নিয়ে আলোচনার পর রফা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ রুপিতে। ‘ভাইজান’ এখন দুবাইয়ে শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকে ফিরলেই টাকা পরিশোধ করবেন বলে জানা গেছে।

তবে এ খবরের মধ্যেই নতুন খবর শাহরুখ খানকে নিয়ে। গেল সপ্তাহে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘জব হ্যারি মেট সেজাল’ও ফ্লপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের দাবি, বন্ধু সালমানের মতো শাহরুখেরও উচিত প্রযোজক ও পরিবেশকদের বাঁচানো। ‘টিউবলাইট’ আর ‘জব হ্যারি মেট সেজাল’ ফ্লপ হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রযোজক শ্রেয়াস। এ দুই ছবি নিতে তিনিই বেশি খরচ করেছিলেন। সালমান তো ক্ষতি পুষিয়ে দেবেন। কিন্তু শাহরুখ? এক ভক্ত টুইটারে লেখেন—সালমানের মতো ক্ষতিপূরণ দিতে গেলে শাহরুখ দেউলিয়া হয়ে যাবেন। কারণ তাঁর শেষ পাঁচটি ছবির সবই ফ্লপ! দ্রুতই এ মতামত জনপ্রিয় হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখকে নিয়ে চলতে থাকে নানা ব্যঙ্গ-বিদ্রূপ। ক্ষতিপূরণ দেওয়া না-দেওয়া নিয়ে ‘কিং খান’ অবশ্য কোনো মন্তব্য করেননি।