English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৭ ১৫:৫৭

নিজের খোলামেলা ভিডিও নিয়ে যা বললেন কুসুম

অনলাইন ডেস্ক
নিজের খোলামেলা ভিডিও নিয়ে যা বললেন কুসুম

চলতি মাসের শুরুতে ‘নেশা’ শিরোনামে একটি গানের ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন ও গেয়েছেন নায়িকা কুসুম সিকদার। যৌথভাবে এটি পরিচালনা করেছেন ছোট পর্দার নির্মাতা শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।

ভিডিওতে দুজন মডেলের একজন কুসুম নিজেই, আরেকজন সুজন। মুক্তির প্রথম দিন থেকেই ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এই গান নিয়ে খোলামেলা কথা বলেছেন কুসুম। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল।

কুসুমকে প্রশ্ন করা হয়, গানের সাড়া কেমন পাচ্ছেন?

উত্তরে তিনি জানান, ‘মিশ্র সাড়া পাচ্ছি। কেউ বলছেন গান ও গানের ভিডিও—দুটোই ভালো হয়েছে। আবার কেউ বলছেন গান ভালো হয়েছে, কিন্তু ভিডিও নয়। আরেক দল বলছে, গান ও ভিডিও—কোনোটিই ভালো হয়নি। ভিডিওতে আমার উপস্থিতির ধরন নিয়েও সমালোচনা করছেন কেউ কেউ।’

তাকে আবারও প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, আলোচনায় আসার জন্যই নাকি ভিডিওতে আপনার খোলামেলা উপস্থিতি...

কুসুম জানান, ‘না, এটা ঠিক নয়। কাজের ক্ষেত্রে ভালো লাগাটাকেই প্রাধান্য দিই। লালটিপছবির গানেও বাণিজ্যিকভাবে আমাকে উপস্থাপন করেছিলেন পরিচালক। কিন্তু ওই গান দেখে তখন কেউ সমালোচনা করেননি। তাহলে এই ভিডিও নিয়ে কেন সমালোচনা হচ্ছে, মাথায় আসছে না। আমি কাজে বিশ্বাসী। আন্তর্জাতিক মান রেখে বাণিজ্যিকভাবে কাজটি করেছি। এতটুকুই।’