English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ১২:১১

কবিতার খাতা নিয়ে মাসুদ অপু

নিজস্ব প্রতিবেদক
কবিতার খাতা নিয়ে মাসুদ অপু

 

 

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ অপু তার নতুন একক কবিতার খাতা শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি করলেন। গীতিকবি সেলিনা জাহান এর লিখা, অপুর সুরে এতে সংগিত পরিচালনা করেছেন টি আর রোমান্স।
 
ভিডিও নির্দেশনা দিয়েছেন তালহা বিন পারভেজ সোহান এবং ইশতিয়াক আহমেদ। সম্পাদনায় তাজুল ইসলাম ও শিল্প নির্দেশনায় মুস্তাফা রায়হান। সহকারী পরিচালনায় জহুরুল হাসান রিজু।
 
কুমিল্লার ময়নামতিতে বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে, অভিনয়ে ছিলেন সুরাইয়া জান্নাত ববি ও নবাগত ইলিয়াস জাবেদ। উল্লেক্ষ্য, এ মাসেই বন্ধু দিবসে সিংগাপুরে শুট হওয়া বন্ধু প্রবাসী, ও মা দিবস উপলক্ষে গাওয়া মা আমার মা গানটির লিরিকাল ভার্সন রিলিজ দিয়েছেন মাসুদ অপু।
 
আসছে ঈদে নিজের সুরে কিছু নতুন শিল্পীদের নিয়ে মিক্স এলবাম ও বাজারে নিয়ে আসছেন বলে জানালেন এ শিল্পী। এবং ঈদের আগেই তার আগের সলো এলবামের টাইটেল ট্র‍্যাক মেঘ বালিকারও ভিডিও সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন।
যা কক্সবাজারে চিত্রধারন হবে।