English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ১৬:২৯

আসছে মিউজিক ভিডিও 'অনুভব'

আসছে মিউজিক ভিডিও 'অনুভব'
 
 
গত বছর কুরবানি ঈদে ওয়াই আর মিউজিক লেভেল থেকে প্রকাশ হওয়া 'উষ্ণতা' এলবামের বিপিএল খ্যাত, নেসক্যাফে ক্যাম্পাস স্টার তাসনুভ ও তমার গাওয়া অনুভব গানটীর কিছুদিন মিউজিক ভিডিও তৈরি হলো।
 
তালহা বিন পারভেজ সোহান এর লিখা ও পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পাথর, আকসা, রামিসা ও ফারাবি।
 
ঢাকার অদূরে এর চিত্রধারণ করেছেন ইশতিয়াক আহমেদ ও সম্পাদনায় ছিলেন তাজুল ইসলাম।
 
এছাড়া সহকারী নির্দেশনা দিয়েছেন রিজু ও মুস্তফা। সুন্দর একটি টিনেজ আবহের গল্পে, ছন্দমিলের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাসনুভ।
 
প্রোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলেই অচিরেই এটি উন্মুক্ত হবে সোস্যাল নেটওয়ার্কিং সাইট ও টিভি চ্যানেল গুলোতে। এর প্রযোজনা করছে ফেইনেন্ট ক্রিয়েশন।