English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৭ ১৯:৩০

জনপ্রিয় সংগীতশিল্পী সভ্যতা বিয়ে করলেন

জনপ্রিয় সংগীতশিল্পী সভ্যতা বিয়ে করলেন

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কারিশমা সানু সভ্যতা বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে মগবাজারে নিজেদের বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি। সভ্যতার বর সামিউল ওয়াহিদ শোভন ‘মেটাল মেজ’ ব্যান্ডদলের একজন ড্রামার।

সভ্যতার ভাই সংগীতশিল্পী সন্ধি বলেন, ‘কাল সন্ধ্যায় সভ্যতার গায়ে হলুদ ও রাতে বিয়ে হয়েছে। বড় আয়োজনে আমরা বিয়ের অনুষ্ঠান করিনি। সভ্যতার ইচ্ছায় শুধু তাঁর বন্ধু-বান্ধব ও আমাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল। সবাই সভ্যতা ও শোভনের জন্য দোয়া করবেন।’

সামিউল ওয়াহিদ শোভান ও সভ্যতার পরিচয় অনেক আগে থেকেই। ১০ বছর ধরে তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল বলে জানান সভ্যতা।

দীর্ঘদিন ধরে কারিশমা সানু সভ্যতা গান গাইলেও চলতি বছরের ৭ জুলাই তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামের নাম ‘যদি থাকত ডানা’। সভ্যতার বাবা প্রয়াত সংগীতজ্ঞ খোদা বকস সানু ১৯৮৬ সাল ‘আনন্দম সংগীতাঙ্গন’ নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর সভ্যতা গানের স্কুলটির পরিচালক হিসেবে এখন কাজ করছেন। এ ছাড়া রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলেও শিক্ষকতা করেন সভ্যতা।