English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৭ ১৮:২৩

অভিনেতা ইন্দর কুমার আর নেই !

অভিনেতা ইন্দর কুমার আর নেই !

সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ ও ‘তুমকো না ভুল পায়েঙ্গে’-এর মতো চলচ্চিত্র মাতানো বলিউড অভিনেতা ইন্দর কুমার (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার সকালে মুম্বাইয়ের আন্ধেরির বাসভবনে মারা যান তিনি। বিষয়টি জানিয়েছেন ইন্দর কুমারের শ্বশুর রাজু কারিয়া।

এনডিটিভির খবরে জানা গেল, ভারতের জয়পুরে জন্মগ্রহণ করা ইন্দর কুমার বেড়ে ওঠেন কলকাতায়। তাঁর শেষ কৃত্য বিকেল ৪টায় ইয়ারি সড়কের শ্মশানে হওয়া কথা রয়েছে।

ইন্দর কুমার ছোট ও বড়পর্দায় বেশ জনপ্রিয় ছিলেন। সর্বশেষ ‘ফাটি পেইড হ্যায় ইয়ার’ নামে নতুন চলচ্চিত্রের কাজ করছিলেন ইন্দর কুমার।

বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন ও অভিনেতা অক্ষয় কুমার টুইটারে শোক জানিয়েছেন ইন্দর কুমারের মৃত্যুতে।

ইন্দরের ১৯৯৬ সালে মাসুম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়। তিনি ২০টি চলচ্চিত্রে কাজ করেছিলেন। সঞ্চয় দত্তের সঙ্গে তিনি ‘বাগি’ ও ‘হাতিয়ার’-এ কাজ করেন।

ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘কিউ কি সাঁস ভি কাভি বহু থি’-তে স্মৃতি ইরানির বিপরীতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন ইন্দর।