English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৭ ১৬:৪৯

পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় শাকিব!

অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় শাকিব!

‘নবাব’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল ঈদুল ফিতরে। পঞ্চম সপ্তাহেও জমিয়ে ব্যবসা করছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের দর্শকদের সামনে কিং খান নবাব হয়ে হাজির হবেন ২৮ জুলাই। তার আগেই অনেকের মনে হতে পারে, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয় শাকিব খান। এ অনুমানের মূলে রয়েছে ইউটিউব। ৩১ মে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘ষোল আনা’। মাস দুই না পেরুতেই গানটির ভিউ তরতর করে এগুছে কোটির ঘরে। মজার বিষয় হলো জাজের চ্যানেলে ‘ষোল আনা’ দেখা হয়েছে ৭৭ লাখের বেশিবার। অন্যদিকে এসকে’র চ্যানেলে ৭০ লাখ পেরিয়ে গেছে। সব মিলিয়ে মনে হচ্ছে, ভারত-বাংলাদেশে সমান জনপ্রিয় শাকিব খান! হ্যাঁ, চ্যানেল দুটি যেহেতু দেশের সীমানা দিয়ে আটকানো নয়, তাই বলা মুশকিল কোন দেশের দর্শক কতবার দেখেছেন। এসকে’র চ্যানেলেও শাকিবের বাংলাদেশি অনেক ভক্ত মন্তব্য করেছেন।

সে ক্ষেত্রে একটা কথা বলা যায়, আর কিছু না হোক দুই চ্যানেল মিলিয়ে গানটি দেড় কোটি কাছাকাছি ভিউতে পৌঁছে গেছে। এতেই কম কী! স্যাভির সুর-সংগীতে ‘ষোল আনা’য় কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। লিখেছেন গৌতম সুস্মিত। চিত্রগ্রহণে ছিলেন টুবিন, কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। দৃশ্যায়ন হয়েছে কলকাতায়। গানটিতে টি শার্ট, লেদার জ্যাকেট ও জিন্স আউটফিটে দেখা যায় শাকিবকে। বাহারি গোঁফ, দাড়ি, সানগ্লাস ও লকেট মিলিয়ে একদম নতুন সাজে সেজেছেন নায়ক। অন্যদিকে লাল গ্ল্যামারাস পোশাকে তার সঙ্গে দারুণ মিলেছেন শুভশ্রী। এক বছর আগে একই সময়ে কলকাতায় মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার ‘শিকারি’। ওই ছবিটি বাংলাদেশে মাত করলেও পশ্চিমবঙ্গে একদম জমেনি। দেখা যাক, ‘নবাব’-এর ভাগ্যে কী আছে। ডব্লিউএস ভিডিও...