English Version
আপডেট : ১৬ জুলাই, ২০১৭ ১০:৫৯

শুটিং সেটের ভিডিও ফাঁস হওয়ায় বিব্রত প্রিয়াংকা (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
শুটিং সেটের ভিডিও ফাঁস হওয়ায় বিব্রত প্রিয়াংকা (ভিডিওসহ)

প্রিয়াঙ্কা হলিউডের 'ইজন্ট ইট রোমান্টিক' নামে একটি হলিউডের সিনেমার শুটিংয়ে নিউ ইয়র্কে আছেন। সম্প্রতি ইন্টারনেটে এ সিনেমার সেটের কিছু দৃশ্য ফাঁস হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা বিষম খেলে হেইমলিচ ম্যান্যুভার (পেছন দিক থেকে জাপটে ধরে পেটে চাপ দিয়ে প্রাথমিক চিকিৎসা) পদ্ধতিতে তাকে সাহায্য করার চেষ্টা করছেন অ্যাডাম ডেভিন।   তবে ফাঁস হওয়া ভিডিও দৃশ্য নিয়ে চটেছেন প্রিয়াঙ্কা। এ ধরনের ছবি ভাইরাল হোক সেটা চাননি নায়িকা। তিনি শুটিং ইউনিটের সিকিউরিটি নিয়েও প্রশ্ন তোলেন। তবে ছবি পরিচালক আশ্বস্ত করেছেন। এটি আর হবে না। 'ইজন্ট ইট রোমান্টিক' হলিউডে প্রিয়াংকার তৃতীয় সিনেমা। এতে ইয়োগা অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে তাকে। আরো অভিনয় করছেন রেবেল উইলসন, লিয়াম হেমসওয়ার্থ এবং অ্যাডাম ডেভিন।