English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৭ ১০:১৮

ভারতীয় বাংলা ছবিতে সানি লিওন

অনলাইন ডেস্ক
ভারতীয় বাংলা ছবিতে সানি লিওন

ইতিমধ্যেই বলিউড দেখেছে সানি লিওনের অভিনয়ের জাদু। আইটেম নম্বরেও সানি প্রমাণ করেছেন তাঁর দক্ষতা। এর আগে কয়েকটি প্রাদেশিক ছবিতে অভিনয় করলেও বাংলা ছবিতে দেখা যায়নি সানি লিওনকে। এবার সেই বাংলা ছবিতেই ডেবিউ করতে চলেছেন সিজলিং সানি।

স্বপন সাহার পরবর্তী ছবি ‘সেরা বাঙালি’ ছবিতে দেখা যাবে সানি লিওনকে। শুধু সানি নয়, ছবিতে এক মুখ্য চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে। তবে ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে নবাগত এক অভিনেতাকে। তাঁরই বাবার চরিত্রে অভিনয় করেছেন রাজপাল। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কৌশিক বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়কে।

তবে এই ছবির ইউএসপি হতে চলেছে অবশ্যই ডান্স ফ্লোরে সানি লিওনের উপস্থিতি। এর আগে বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতে আইটেম নম্বরে দেখা গেছে সানিকে। তবে বাংলা ছবিতে আইটেম তো দূরের কথা, তাঁর কথা ভাবেননি কেউ। এবার তাঁকে টলিউডে লঞ্চ করতে চলেছেন বর্ষীয়ান পরিচালক স্বপন সাহা।