English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৭ ১৬:১২

হাসপাতালে সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক
হাসপাতালে সানিয়া মির্জা

টেনিস তারকা সানিয়া মির্জার কোর্টের অন্যতম ভাল বন্ধু বেথানি ম্যাটেক স্যান্ডস। বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড়কে সঙ্গে নিয়েই সানিয়া মির্জা অনেক মেজর খেতাব জিতেছেন। কিন্তু উইম্বলডনে খেলতে নেমেই হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন বেথানি।

মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সোরানা সার্স্টিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান মার্কিনি বেথানি। হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি এখন। বেথানির দ্রুত আরোগ্য কামনায় শুধুমাত্র টুইট করেই থামলেন না সানিয়া। বন্ধুকে দেখতে চলে এলেন হাসপাতালেই।

সানিয়ার সঙ্গেই এলেন সোরানা। বেথানি ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘আমার বন্ধুরা হাসপাতালে দেখতে এল৷’ সানিয়ার এই প্রকৃত ‘স্পোর্টসম্যানশিপ’ আলাদা নজর কেড়ে নিয়েছে সবার।