English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৭ ১০:৪৭

৭০ ঘণ্টা নাচের অনুশীলন করলেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক
৭০ ঘণ্টা নাচের অনুশীলন করলেন জ্যাকলিন

‘জুড়ুয়া টু’-এর একটি গানে মুদ্রা তোলার জন্য ৭০ ঘণ্টারও বেশি সময় অনুশীলন করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। মুদ্রা যথাযথ না হওয়া পর্যন্ত বার বার চেষ্টা করেছেন জ্যাকলিন। বরাবরই নিজের কাজের ব্যাপারে নিখুঁত থাকতে পছন্দ করেন বলিউডের একমাত্র ‘শ্রীলঙ্কান বিউটি’। কিছু দিন আগে ‘ঢিশুম’ ছবির একটি নাচে নজর কেড়েছিলেন। এবার ‘জুড়ুয়া’ ছবির সিকুয়েলে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৯৯৭ সালে পরিচালক ডেভিড ধাওয়ানের ‘জুড়ুয়া’ ব্লক-বাস্টার হিট ছিল। সেই ছবিরই একটি সিকুয়েল ‘জুড়ুয়া টু’ তৈরি করছেন পরিচালক। ছবিতে মুখ্য ভূমিকায় জ্যাকলিনের সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান ও তাপসী পান্নু। আগের ছবি থেকে দু’টি গান এবারও রেখেছেন পরিচালক। পুরনো ছবিটির সব গানেই সালমান, কারিশ্মা ও রম্ভার নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। ফ্যানেদের দাবি, পুরনো ছবির নাচের মুদ্রা যাতে এবারেও কোনো অংশে না কমে সে কারণেই জ্যাকলিনের এ একাগ্রতা। সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা ‘জুড়ুয়া টু’।