English Version
আপডেট : ২ জুলাই, ২০১৭ ১৮:৪৬

নার্গিস হয়ে গেলেন ক্যাটরিনা!

অনলাইন ডেস্ক
নার্গিস হয়ে গেলেন ক্যাটরিনা!

‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’, খবরের শিরোনাম দেখে যেন ঠিক এই কথাটাই মনে আসবে অনেকের। আসলে এমন একটি শিরোনামের পেছনে যে গল্প রয়েছে তা সত্যি বেশ মজার, যা জানা গেল অভিনেত্রী নার্গিস ফাকরির একটি ট্যুইট থেকে। এক অনুরাগী নার্গিসকেই মনে করে বসলেন ক্যাটরিনা।

ঘটনাটি হল ঠিক এইরকম- এক ব্যাক্তি নার্গিসকে দেখে তাকে ক্যাটরিনা মনে করে তার ছবি তুলতে চান। কিন্তু নায়িকা ব্যাপারটি জেনে একেবারেই না রেগে, বরঞ্চ উলটে তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ক্যাটরিনা নন। তবে এখানেই শেষ নয়। নাছোড়বান্দা সেই ব্যক্তি এর পরে বলে বসেন, এটা কোনও ব্যাপারই নয়, তিনি নার্গিসের ছবি তুলবেনই কারণ, নার্গিস দেখতে ক্যাটরিনার মতোই, সুন্দরী।

এরপর সেই ব্যক্তিকে নার্গিস কি বলেছেন তা জানা না গেলেও, অভিনেত্রী এই ছোট্ট ঘটনাটি মজার ছলেই ট্যুইট করেন শনিবার সকালে। বলিউডে যেখানে ক্যাটফাইট থেকে নায়িকাদের ট্যানট্রামস চলতে থাকে, সেখানে ঠাণ্ডা মাথায় মজার ছলে যেভাবে এই ঘটনাটিকে হজম করলেন নার্গিস তা চমকে দেওয়ার মতোই!