English Version
আপডেট : ১৭ মে, ২০১৭ ১১:০৯

নতুন চেহারায় বিজ্ঞাপনে অনন্ত-বর্ষা

অনলাইন ডেস্ক
নতুন চেহারায় বিজ্ঞাপনে অনন্ত-বর্ষা

ম্যাক্স কোলা নামে একটি কোমল পানীয় পণ্যের বিজ্ঞাপনে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। দীর্ঘদিন পর আবারও পর্দায় হাজির হচ্ছেন তারকা দম্পতি। তাও আবার একেবারে ভিন্ন লুকে। তবে সিনেমার পর্দায় নয়। নতুন লুকে একটি বিজ্ঞাপন নিয়েই দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন এ তারকা দম্পতি।   বিজ্ঞাপনটির শুটিংও শেষ হয়েছে বেশ আগে। এবার প্রচারের জন্য প্রস্তুত করা হল সেটি। সম্প্রতি ফটোসেশনের মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারের প্রাথমিক কাজ শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ফটোশুটে ভিন্ন লুকে দেখা গেছে অনন্ত ও বর্ষাকে।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত বলেন, “খুব যত্ম নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। এমনিতেই আমার অভিনয় করা বিজ্ঞাপনগুলো দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে আমার মুখে দেয়া সংলাপ ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’ বেশ জনপ্রিয়তা পায়। নতুন এ বিজ্ঞাপনেও সেরকম একটি সংলাপ রয়েছে। এটাও জনপ্রিয়তা পাবে বলেই আমার বিশ্বাস।”