English Version
আপডেট : ১৫ মে, ২০১৭ ১১:১১

নিজের বায়োপিকে শচীনের পছন্দ আমির

অনলাইন ডেস্ক
নিজের বায়োপিকে শচীনের পছন্দ আমির

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বায়োপিকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সাবেক দুই ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র দু’টি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলিউড পাড়ায়। আর সেই পথে হেঁটেই এখন মুক্তির অপেক্ষায় আছে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বায়োপিক ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’।  

জেমস এরিকসনের পরিচালনায় এই বায়োপিকে অভিনয় করেছেন শচীন নিজেই। তবে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি শচীন নিজে অভিনয় না করতেন, কোন অভিনেতাকে নেয়া হতো; তিনি কাকে চাইতেন? এমন প্রশ্নের জবাবে শচীন বলেন, ‘আমি আমার ভূমিকায় অভিনয়ের জন্য অবশ্যই আমির খানকে চাইতাম। কারণ আমিরই একমাত্র আমাকে ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারতেন বলে আমি মনে করি। ’ 

আমির খানের প্রশংসা করে এই ব্যাটিং কিংবদন্তি আরও বলেন, ‘এর আগেও ক্রিকেট নিয়ে তৈরি করা ‘লগন’ ছবিতে সে অভিনয় করেছে। এই ছবিতে তার অভিনয় মুগ্ধ করার মতো ছিল। তাই আমি আমির খানকে চাইতাম। ’

প্রসঙ্গত, ইতোমধ্যেই শেষ হয়েছে শচিনের বায়োপিকের শুটিং। আগামী ২৬ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করেছেন শচিন নিজেই।

সূত্র: ইন্ডিয়া টাইমস