English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৭ ১৭:০১

শরীরে হাত কেন? চিৎকার করে উঠলেন বিদ্যা বালান

অনলাইন ডেস্ক
শরীরে হাত কেন? চিৎকার করে উঠলেন বিদ্যা বালান

পরিণীতা হোক কিম্বা কাহানি, কলকাতার সঙ্গে তার অন্য টান। আর তাই এবার বেগমজান-এর প্রচারের জন্যও কলকাতা শহরে হাজির হন তিনি। কিন্তু, যে কলকাতার সঙ্গে তার আত্মিক যোগ, সেখানেই যে তার সঙ্গে অপব্যবহার করা হবে, তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি বিদ্যা বালান।  অভিযোগ, বিমানবন্দরে নাকি এক ভক্ত বিদ্যার সঙ্গে সেলফি তোলার অনুরোধ করেন। বিদ্যাও রাজি হয়ে যান। কিন্তু, আচমকাই ওই ব্যক্তি বিদ্যা বালানের কাধে হাত দিয়ে সেলফি তুলতে যান। বিদ্যা বারণ করেন তাকে। অভিযোগ, অভিনেত্রীর নিষেধ শোনেননি ওই ব্যক্তি। এরপর ফের ওই ব্যক্তি বিদ্যার কাঁধে হাত দিয়ে ছবি তুলতে যান। আর তখন রেগে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন বিদ্যা বালান।  তিনি বলেন, তারা ‘পাবলিক ফিগার’ কিন্তু ‘পাবলিক প্রপার্টি’ তো নন। এই ঘটনায় যে বেশ ক্ষিপ্ত বিদ্যা, তা কিন্তু স্পষ্ট।  - ইন্টারনেট