English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৭ ১৩:২৫

কারিনার ফার্স্ট ক্রাশ কে?

অনলাইন ডেস্ক
কারিনার ফার্স্ট ক্রাশ কে?

প্রশ্ন শুনে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে যান কারিনা। তারপর হেসে বলেন, ‘ওহ্ ভগবান! এখন হয়তো ঠিক মনে করতে পারব না। তবে মনে হচ্ছে রাহুল রায়। আমি যদি খুব ভুল না করি ‘আশিকি’ থেকে ওকে আমার ভাল লাগত।’ কারিনা আরও জানান, এতদিন তাকে এই প্রশ্নটা করার সাহস কেউ পাননি। সকলেরই হয়তো কৌতূহল ছিল। কিন্তু কেউই জিজ্ঞেস করতে পারেননি। তবে বেগম সাহেবার এই উত্তর আদৌ রাহুল রায় শুনেছেন কিনা তা অবশ্য জানা যায়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা