English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৭ ১০:৫৮

আবারো ওপার বাংলার ছবিতে

অনলাইন ডেস্ক
আবারো ওপার বাংলার ছবিতে

খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও কয়েকটি কাজ দিয়েই ‘চিত্রনায়িকা’ পরিচয়টি প্রশংসার সাথে নামের আগে জুড়েছেন সোহানা সাবা। দেশের চলচ্চিত্রের পাশাপাশি অভিজ্ঞতার ঝুলিতে এরইমধ্যে জমা পড়েছে কলকাতার চলচ্চিত্র ‘ষড়রিপু’।    এই খবরটি গতবছরের। এ বছর এখন পর্যন্ত দেশের কোনো চলচ্চিত্রের চুক্তিপত্রে স্বাক্ষর না করলেও আবারো টলিউডে ফিরছেন তিনি।   নির্মাতা হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন সাবা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটা কিছু সত্য ঘটনা অবলম্বনে ‘এপার ওপার’ শিরোনামে নির্মিত হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি।   যার প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন সোহানা সাবা। আর তার বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায়ের।   সাবা বলেন, ‘আনন্দিত এমন গুণী একজন পরিচালকের সাথে কাজের সুযোগ পেয়ে।  তার সঙ্গে কাজ করা মানে স্বপ্নটাকে ছোঁয়ার মতোই। সেইসাথে ছবিটি আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক হওয়ায় আরো ভালো লাগছে।’