English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৭ ১৩:২৫

সাংবাদিকতায় যোগ দিলেন সোনাক্ষী! (ভিডিও)

অনলাইন ডেস্ক
সাংবাদিকতায় যোগ দিলেন সোনাক্ষী! (ভিডিও)

বলিউডে আজও তার পরিচিতি দাবাং গার্ল হিসেবেই। এই পরিচিতির খোলস থেকে বেরিয়ে আসার জন্য ফুল ফোর্স এ চেষ্টা করে যাচ্ছেন সোনাক্ষী সিনহা। কিন্তু সেভাবে সাফল্য এখনও পাননি। তাই এবার সংবাদমাধ্যমের শরণাপন্ন হয়েছেন তিনি। প্রচারের তাগিদে নয়, সিনেমার প্রয়োজনে। নতুন ছবি নূর এ সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে। পাকিস্তানি লেখিকা তথা সাংবাদিক সাবা ইমতিয়াজের উপন্যাস করাচি, ইউ আর কিলিং মি থেকে অনুপ্রাণিত নূরের চিত্রনাট্য। তবে ছবির প্রেক্ষাপট মুম্বাই। যেখানে সাংবাদিক হিসেবে বেশ বেগ পেতে হয় সোনাক্ষীকে। হাসির মোড়কে পুরো গল্প সাজিয়েছেন পরিচালক। তবে এরই মধ্যে রয়েছে টুইস্ট। যাতে তুলে ধরা হবে সাংবাদিক ও মনুষ্যত্বের দ্বন্দ্বকেও। এপ্রিল মাসের ২৭ তারিখ মুক্তি পাবে এই ছবি। ছবিতে সোনাক্ষীর পাশাপাশি দেখা যাবে পূরব কোহলি ও শিবানি দাণ্ডেকরের মতো অভিনেতাদের। ক্যামিও চরিত্রে দেখা যাবে সানি লিওনকেও।