English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৭ ১১:২৯

একসঙ্গে অভিনয় করবেন তিনজন

অনলাইন ডেস্ক
একসঙ্গে অভিনয় করবেন তিনজন

বিডিমর্নিং ডেস্ক-

ঢাকাই চলচ্চিত্রের দুই তারকা অভিনেত্রী শাবনূর ও মৌসুমী। পর্দার বাইরেও তাদের রয়েছে এক পারিবারিক বন্ধন। সেই সম্পর্ক থেকেই এবার এক ছবিতে অভিনয় করবেন তারা। ছবিতে ওমর সানীও থাকবেন।

আজকাল প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলছে। ভক্তদের সেই মুহূর্তগুলো জানান দিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করছেন তারকারা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমার স্ত্রী মৌসুমী ও শাবনূরের মধ্যে যে সম্পর্কটা দেখছি, সেটা অবাক করার মতো। নতুন শিল্পীদের জন্য এটা হতে পারে উদাহরণ। শাবনূর সংসার কিংবা অভিনয়ের যে কোনো ব্যাপারে মৌসুমীর কাছ থেকে পরামর্শ নিচ্ছে। মৌসুমীও ছোটবোন মনে করে তার পাশে থাকছে। সত্যি বলতে, শিল্পী পরিচয় ভুলে আমাদের মধ্যে একটি পারিবারিক যোগাযোগ তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এসব দেখেই নতুন একটি পরিকল্পনা করছি। একই ছবিতে একসঙ্গে অভিনয় করবো আমরা তিনজন। কিছুদিন পর এ বিষয়ে ঘোষণা দেবো।’