English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১৯:১২

নিরবের ‘ইশক সারফিরা’ (ভিডিও)

অনলাইন ডেস্ক
নিরবের ‘ইশক সারফিরা’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক: ‘ইশক সারফিরা’ শিরোনামে প্রকাশ হয়েছে চিত্র নায়ক নিরবের বলিউড ছবি ‘শয়তান’ এর একটি গান। জি মিউজিক কোম্পানীর অফিসিয়াল ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। রোমান্টিক ধাঁচের এ গানটি গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে বলে জানা গেছে ইউটিউব সূত্রে।

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শেরিয়ার তিওয়ানা। গানটিতে নিরবের বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। ‘শয়তান’ ছবিটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ।

‘শয়তান’ ছবিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ। ছবিটি ভারত জুড়ে এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিরব।