English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১১:০২

ছবি তুলতেই পার্টিতে যান আমিশা?

অনলাইন ডেস্ক
ছবি তুলতেই পার্টিতে যান আমিশা?

বিনোদন ডেস্ক: কেরিয়ার শুরু করেছিলেন রাকেশ রোশন পরিচালিত ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবি দিয়ে। সেই ছবিতে হৃতিক রোশনের সঙ্গে তাঁর জুটি প্রশংসা কুড়িয়েছিল দর্শক তথা সমালোচকদের। তার পর বেশ কিছু ছবিতে অভিনয় করলেও ইন্ডাস্ট্রিতে আর তেমন দাগ কাটতে পারেননি আমিশা পটেল। নায়িকা হিসেবে সাফল্য অধরাই থেকে গিয়েছে। সেই আমিশাই নাকি এখন বি-টাউনের নয়া সেলফি কুইন। বিভিন্ন পার্টিতে তিনি নাকি শুধুমাত্র অন্য সেলেবদের সঙ্গে ছবি তুলতেই হাজির থাকেন।

সূত্রের খবর, সম্প্রতি ‘রঙ্গুন’-এর প্রিমিয়ারে কঙ্গনা রানাউত ও শাহিদ কপূরের সঙ্গে ছবি তুলতেই নাকি ব্যস্ত ছিলেন আমিশা। ‘রঙ্গুন’ দেখার জন্য তাঁর কোনও আগ্রহ ছিল না!