English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫১

আলাদা থাকছেন আলিয়া!

অনলাইন ডেস্ক
আলাদা থাকছেন আলিয়া!

বিনোদন ডেস্ক: মহেশ ভাটের কন্যা আলিয়া এখন রীতিমতো ঘর সামলাতে শিখে গেছেন! বোঝা যাচ্ছে, তিনি এখন আর ছোট্ট শিশুটি নেই। বিশেষ করে, এই ২৩ বছরের নায়িকা যখন আলাদা নতুন বাসায় থাকা শুরু করেছেন।

ক্যারিয়ার শুরু করেছেন করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে। এখন এই অভিনেত্রী খুব ভালো করেই জানেন, অভিনয় দিয়ে কীভাবে দর্শকের মন জয় করতে হয়। সেইসঙ্গে শিখে গেছেন, কীভাবে একা একা ঘর সামলাতে হয়। তিনি শুধু রান্নাঘরই না, ঘরের ছোট ছোট কাজও বেশ দক্ষতার সঙ্গে করতে শিখেছেন। তবে এই কাজগুলো আলিয়া বেশ আনন্দ নিয়েই করে থাকেন।

এ বিষয়ে আলিয়ার কাছের এক সূত্র জানায়, প্রাথমিকভাবে আলিয়ার জন্য বিষয়টি অনেক কঠিন ছিল। কারণ, তাঁর মায়ের বাসায় তাঁকে কোনো কিছুই করতে হতো না। কিন্তু নিজের অ্যাপার্টমেন্টে ছোট ছোট বিষয়ও তাঁকে সামলাতে হয়। এই যেমন কোনো কিছু ছিদ্র বা নষ্ট হলে তিনি ঠিক করে ফেলেন, ওয়াই-ফাই ঠিক করা এবং ঘরের জন্য পণ্য কিনে আনার কাজটিও তিনি করে থাকেন। আলিয়া ও তাঁর বোন শাহীন নিজেরাই সবকিছু করেন। কিন্তু এ দুই বোন এখনো তাঁদের মা-বাবার নাগালেই রয়েছেন। যখন তাঁরা সময় পান, তখন দুপুরের খাবার কিংবা রাতের খাবার মা-বাবার সঙ্গেই করে থাকেন।