English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০২

খোলামেলা পোশাক পরে উদার হতে বললেন তিনি

অনলাইন ডেস্ক
খোলামেলা পোশাক পরে উদার হতে বললেন তিনি

বিনোদন ডেস্ক:ইনস্টাগ্রামে একটি খোলামেলা পোশাক পরা ছবি পোস্ট করে নীতি পুলিশির মুখে পড়লেন বলিউডের অভিনেত্রী দিশা পাটানি। তাঁকে যাঁরা সভ্যতা-ভদ্রতা শেখাতে গিয়েছিলেন, সোশ্যাল মিডিয়াতেই তাঁদের কষিয়ে জবাবও দিয়ে দিলেন স্পষ্টবক্তা অভিনেত্রী। সাফ জানালেন, 'ভণ্ডামি ছেড়ে উদার হোন।'

সাম্প্রতিক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালো গাউন পরেছিলেন দিশা। সাহসী সেই পোশাক পরা একটি ছবি তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তারপরই শুরু হয়ে যায় নীতি পুলিশি। অনেকেই জ্ঞানসুলভ বাণী দিতে শুরু করেন, কোন পোশাক পরা উচিত। কোনটা পরা উচিত নয়।

ইনস্টাগ্রামেই খুব খোলাখুলি তার জবাবও দিয়েছেন দিশা। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'সত্যিই এটা শেয়ার করার প্রয়োজন অনুভব করলাম! আমার ফ্যান ক্লাব, বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে শক্তি জোগানোর জন্য...এই শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই যেন থাকে..

পোস্টটিতে দিশা লিখেছেন, 'সম্প্রতি ধর্ষণ ও শ্লীলতাহানি সম্পর্কে প্রচুর খবর পড়ছি। আমাদের দেশের মানুষজন যেখানে দেবতার পুজো করেন, সেখানে তাঁরা মানুষ ও পশুর সীমানাটা কেন বুঝতে পারেন না, সেটা ভেবে লজ্জা হয়। একজন মহিলার শরীরের কতটা অংশ ঢাকা রয়েছে, সেটা দেখে তাঁকে বিচার করাটা খুব সহজ। তবে আপনারা যখন তাঁদের কোন কোন অংশ ঢেকে রাখা উচিত এই নিয়ে মন্তব্য করেন, তখন সেই নীচু মনোবৃত্তিটা

মেনে নেওয়া কঠিন....এই ভণ্ডামি বন্ধ করুন...আর একটু উদার হোন।'-এই সময়