English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:১৩

অভিনেত্রীকে টিভি চ্যানেলের কর্মকর্তার কুপ্রস্তাব, অতঃপর...

অনলাইন ডেস্ক
অভিনেত্রীকে টিভি চ্যানেলের কর্মকর্তার কুপ্রস্তাব, অতঃপর...

মালয়ালম অভিনেত্রী ভাবনাকে চলন্ত গাড়িতে যৌন হেনস্তার রেশ কাটতে না কাটতেই এবার তামিল অভিনেত্রী ভারালক্ষ্মীর অভিযোগে সরগম হয়ে উঠল ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সোমবার এক বিস্ফোরক অভিযোগে তিনি বলেছেন, এক টিভি চ্যানেলের কর্মকর্তা তাকে কুপ্রস্তাব দিয়েছিল। তার এই অভিযোগে ফের প্রশ্নের সম্মুখীন তারকাদের নিরাপত্তা।

সাবেক দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ শরতকুমারের মেয়ে ভারালক্ষ্মী শরতকুমার ভাবনার ঘটনার উদাহরণ টেনে নারীদের নিরাপত্তা প্রসঙ্গে এমন অভিযোগ এনেছেন। তার অভিযোগ, এক বিখ্যাত টিভি চ্যানেলের প্রোগ্রামিং হেড এক বৈঠকে তাকে পরে দেখা করার অনুরোধ করে। এবং সেও কোনও কাজের সূত্রে নয় বরং সে নিজের ইশারায় তাকে কুপ্রস্তাবই দিয়েছিল। 

নিজের টুইটার হ্যান্ডেলে সেই বিতর্কিত কথোপকথনের সারাংশ পোস্ট করেছেন অভিনেত্রী। এমন অপমানকর প্রস্তাবের জন্য সেই অভিযুক্তকে সেখানেই উপযুক্ত জবাব দিয়েছিলেন ভারালক্ষ্মী। অভিনেত্রীর বক্তব্য, ‘আমি একজন অভিনেত্রী। গ্লামার দুনিয়ার অংশীদার বলে যে কেউ আমার সঙ্গে অসম্মানজনক আচরণ করবে, তা হতে পারে না। এটা আমার জীবন, আমার শরীর এবং অবশ্যই আমার ইচ্ছা। ’