English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:৪০

‘ডুব' নিয়ে বিতর্ক জড়ালেন শাওন-ফারুকী

নিজস্ব প্রতিবেদক
‘ডুব' নিয়ে বিতর্ক জড়ালেন শাওন-ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ নিয়ে বিতর্ক। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়া সিনেমাটির বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন প্রায়ত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ নিয়ে মুখ খুলেছেন ফারুকীও। এ নির্মাতার মতে, উনি (শাওন) ডুবের ব্যাপারে আপত্তি জানানোর কে?

২০১৬ সালের শেষদিকে গুজব উঠে প্রয়াত হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডুব’। এর পরপরই সংবাদমাধ্যমে প্রতিবাদ জানান হুমায়ূনের স্ত্রী শাওন। সর্বশেষ তথ্য মতে, সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডে নালিশ করেছেন শাওন।

এ বিষয়ে ফারুকী বলেন, ‘ভালো কথা। কিন্তু উনি ডুবের ব্যাপারে আপত্তি জানানোর কে? এটা উনার লেখা বা অন্য কারো মৌলিক সাহিত্য কর্ম থেকে বিনা অনুমতিতে বানানো হয়েছে? এটা একটা মৌলিক চিত্রনাট্য— যেখানে জাভেদ হাসান নামে একজনের একটা গল্প বলা হয়েছে। এখানে উনার চিঠি লেখার এখতিয়ার কোথা থেকে আসল? বা এই চিঠির কী আইনগত মূল্য আছে তা তো আমি জানি না।’

‘পিঁপড়াবিদ্যা’ নির্মাতা আরো জানান, শাওনের আপত্তি নিয়ে এখনো সেন্সর বোর্ড থেকে চিঠি আসেনি। এছাড়া সিনেমাটির সেন্সর শোও অনুষ্ঠিত হয়নি।

‘ডুব’-এর প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের ইরফান খান, কলকাতার পার্নো মিত্র, ঢাকার নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচীসহ অনেকে। প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহ-প্রযোজক হিসেবে আছেন ইরফান খান।