English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:২৮

বলিউডের সোহেল খানের সঙ্গে বাংলাদেশি প্রিয়তি!

অনলাইন ডেস্ক
বলিউডের সোহেল খানের সঙ্গে বাংলাদেশি প্রিয়তি!

 বাংলাদেশে জন্ম নেয়া মাকসুদা আকতার প্রিয়তি এখন আয়ারল্যান্ডের সুপার মডেল। গ্ল্যামার আর বিভিন্ন সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে নির্বাচিত হয়েছেন ‘মিস আয়ারল্যান্ড’। হয়েছেন মিস আর্থ ইন্টারন্যাশনালও।

একের পর এক সুনাম অর্জন করা এই মডেল আয়ারল্যান্ডের ছবিতে অভিনয় করে নিজেকে খ্যাতির আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে সম্প্রতি প্রিয়তির ফেসবুকের একটি ছবি নিয়ে চলছে জল্পনা কল্পনা।

শনিবার ফেসবুকে বলিউডের অভিনেতা সোহেল খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে প্রিয়তি লেখেন, ‘আমাকে বল, তোমরা আমাকে কোথায় দেখতে চাও? বলিউড নাকি বাংলাদেশি ছবিতে।’

ছবি পোস্ট করার পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তবে কি বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই মডেলের। এরআগে অবশ্য বলিউডের অনেক পরিচালকের সঙ্গে তার আলাপচারিতা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। আর এবার এই ছবি পোস্ট করায় সেই জল্পনা যেন আরও বেড়ে গেছে।